১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডিতে গোপালগঞ্জ জেলা সমিতি শ্রদ্ধা নিবেদন।

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২২
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডিতে গোপালগঞ্জ জেলা সমিতি শ্রদ্ধা নিবেদন।

Sharing is caring!

স্টাফ রিপোর্টারঃ

 

আজ সকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭ তম শাহাদাত বার্ষীকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গোপালগঞ্জ জেলা সমিতি পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

নেতারা বলেন জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম ও আদর্শকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশ আর বঙ্গবন্ধু পরিপূরক।এদেশের মানুষের অন্তর থেকে বঙ্গবন্ধু মুছে ফেলা সম্ভব নয়।

 

এসময়ে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সমিতির প্রধান সমন্বয়কারী এ্যাড মোল্লা মো আবু কাওছার, সহ সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী মফিজুল হক, আলহাজ্ব আব্দুল হাই মোল্লা, মো দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান,আবুল খায়ের বাচ্চু মোল্লা, ধীরেন্দ্রনাথ বাড়ৈ, ঢাকা জেলা জজ আল মামুন, শহীদুল ইসলাম সহ অন্যন্য নেতৃবৃন্দ।