১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আজ ১৫ই আগষ্টেজাতীর জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রলীগের নেতা-কর্মীদের শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২২
আজ ১৫ই আগষ্টেজাতীর জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রলীগের নেতা-কর্মীদের শ্রদ্ধা নিবেদন

Sharing is caring!

স্টাফ রিপোর্টারঃ

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা।

এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা বলেন, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম ও আদর্শকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশ আর বঙ্গবন্ধু পরিপূরক।

এদেশের মানুষের অন্তর থেকে বঙ্গবন্ধুকে মুছে দেওয়া যাবে না। নেতারা বলেন, ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা এখনো সজাগ আছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়নের গতি রাখতে ছাত্রলীগের সাবেক কর্মীরা সক্রিয়।

ছাত্র লীগের সাবেক নেতা মহিউদ্দিন হেলাল, কিবরিয়া মজুমদার, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রকৌশলী কাজী তৌহিদুল ইসলাম, খাইরুল ইসলাম, সৈয়দ শহীদ ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান হিমু, মোহাম্মদ বেলায়েত হোসেন মোড়ল, নুরে বেলাল, সোহাগ চৌধুরীসহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।