৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সাংবাদিক রতন এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২২
নাগরপুরে সাংবাদিক রতন এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Sharing is caring!

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় পরিষদের সহ সম্পাদক, নাগরপুর প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাকালীন যুগ্ন সম্পাদক, ইন্ডিয়া হতে রত্ন এ্যাওয়ার্ড ২০১৯ প্রাপ্ত, জাতীয় দৈনিক পত্রিকার নাগরপুর প্রতিনিধি, সাপ্তাহিক চলনবিলের আলো সহ বিভিন্ন পত্রিকার সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন এর দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ আগষ্ট) বাদ এশা মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রধান কার্যালয়ে চলনবিলের আলোর স্টাফ রিপোর্টার ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ডা. ছিদ্দিক মিয়ার পরিচালনায় সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নাগরপুরের কর্মরত সাংবাদিক বৃন্দ, চিকিৎসক, সমাজসেবক সহ নাগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।

উল্লেখ্য- নাগরপুরের সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন বেশ কয়েকদিন যাবত উচ্চ রক্তচাপ, মাইগ্রেন সহ শারীরিক নানান রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নাগরপুরের সাংবাদিক মহলসহ সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। মহান আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন, আমিন।

নাগরপুর, টাঙ্গাইল।