১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিজ্ঞান ও প্রযুক্তি যশোর জেলা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন উদ্ভাবক মিজান

admin
প্রকাশিত মার্চ ১৬, ২০২১
বিজ্ঞান ও প্রযুক্তি যশোর জেলা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন উদ্ভাবক মিজান

Sharing is caring!

বিজ্ঞান ও প্রযুক্তি যশোর জেলা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন উদ্ভাবক মিজান

 

আবদুল্লাহ আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-

যশোরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ এর জেলা পর্যায়ের প্রতিযোগীতায় বিশেষ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন যশোর জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের কৃতি সন্তান দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান।

সোমবার (১৫মার্চ) বিকেলে যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের সমাপনি অনুষ্ঠানে জেলা চ্যাম্পিয়ন হন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন কিছু প্রাইজবন্ড ও সনদপত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। সুযোগ্য জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইকবাল কবীর জাহিদ, সরকারি এম. এম. কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল মজিদ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. মো: মোস্তাফিজুর রহমান সহ প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।