২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কেমন হবে আগামী দিনের ইলেকট্রিক গাড়ি

admin
প্রকাশিত মে ১, ২০২৩
কেমন হবে আগামী দিনের ইলেকট্রিক গাড়ি

Sharing is caring!

ফ্রান্সের অটোমোবাইল কম্পানি ‘পোজোঁ’ নতুন ধরনের একটি গাড়ি এনেছে। এই গাড়িতে যে ব্যাটারি থাকবে সেটির আকার প্রচলিত গাড়ির (ইলেকট্রিক নয়) ইঞ্জিনের থেকে ছোট হবে। ফলে ছোট গাড়ির ভেতরে জায়গা বাড়ানো সম্ভব হবে।

আগামীর ইলেকট্রিক গাড়ি কেমন হবে তার একটি নমুনা হলো এই কনসেপ্ট গাড়ি। অ্যানালগ স্টিয়ারিংয়ের বদলে থাকবে ইলেকট্রিক স্টিয়ারিং। ব্যাটারিটি থাকবে গাড়ির ফ্লোরের সঙ্গে লাগানো। ফলে উইন্ডশিল বাড়িয়ে গাড়ির সামনের অংশ লম্বা করা যাবে।

সূত্র : ম্যাশেবল