১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-৪

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২১
ঈশ্বরদীতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-৪

Sharing is caring!

ইয়াছিন আলী শেখ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ ফেরুয়ারি) দুপুরে ঈশ্বরদী শহরের পিয়ারাখালীর একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করে পুলিশ এর মধ্যে একজন অপ্রাপ্ত বয়স থাকায় অভিভাবকের জিম্মায় রাখা হয়। আটকরা হলেন– ঈশ্বরদীর সীমা খাতুন, তার মেয়ে লিমা খাতুন, বরিশালের গৌরনদী থানার মো. রিয়াজ ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার তুষার আহমেদ। পুলিশ জানান, গত শনিবার সন্ধ্যায় এক বন্ধুর প্রলোভনে পড়ে নারীসঙ্গের জন্য মিশন আলী পিয়ারাখালীর ওই বাড়িতে আসেন। সেখানে কক্ষে এক তরুণীর সঙ্গে তাকে রেখে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। মারধরের পর ৫০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়ার কথা জানান তিনি। অপারগতা জানালে মিশনের কাছে থাকা নগদ ১৭০০ টাকা ও স্মার্টফোনটি কেড়ে নেয় প্রতারকরা। পরে ছবি ও ভিডিও মুছে ফেলার শর্তে মিশন আরও ১০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।