১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘ইলিয়াস কাঞ্চন একা নয়, আমরা আছি’

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২০
‘ইলিয়াস কাঞ্চন একা নয়, আমরা আছি’

Sharing is caring!

Manual4 Ad Code
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন (ডানে)

 

 

অভিযোগ ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের মামলার হুমকির জবাবে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও ফারুক হাসান।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

 

ছাত্র অধিকার পরিষদের ফেসবুকভিত্তিক প্লাটফর্ম কোটা সংস্কার চাই গ্রুপে আলাদাভাবে পোস্ট দিয়ে এবং লাইভে এসে দু’জনে এ হুঁশিয়ারি দেন।

 

Manual3 Ad Code

 

১২ ফেব্রুয়ারি (বুধবার) সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ওই মামলায় ১৩ ফেব্রুয়ারি আদালতে বিবাদীর বিরুদ্ধে সমন জারির পর সেদিনই শাজাহান খানের সংগঠন শ্রমিক ফেডারেশন বৈঠক করে সারাদেশে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়।

Manual2 Ad Code

 

একইসঙ্গে সারাদেশে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত সমাবেশে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে স্লোগান দেন কিছুসংখ্যক শ্রমিক।

 

তারা ইলিয়াস কাঞ্চনকে ওই মানহানির মামলা প্রত্যাহারের আলটিমেটামও দেন।

 

এর পরিপ্রেক্ষিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দেয়া পোস্টে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান বলেন, শাহাজান খানের পেছনে তার পালিত শ্রমিকরা থাকলে, ইলিয়াস কাঞ্চনের পেছনে রয়েছেন এদেশের লাখো কোটি তরুণ।

 

ইলিয়াস কাঞ্চনকে একা ভাববেন না। এর আগের দিন মঙ্গলবার এক পোস্টে ছাত্র অধিকার পরিষদের আরেক যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, শাজাহান খানের জন্য ৭০ লাখ শ্রমিক রাস্তায় নামলে ইলিয়াস কাঞ্চনের জন্য দেশের সব শিক্ষার্থী নিরাপদ সড়ক আন্দোলনের মতো আবারও রাস্তায় নামবে। পরে কোটা সংস্কার চাই গ্রুপে লাইভে এসে এ বিষয়ে বক্তব্য দেন রাশেদ খান।