১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুজিববর্ষে অসহায় হাজতিদের সহায়তা দেবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২০
মুজিববর্ষে অসহায় হাজতিদের সহায়তা দেবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড

Sharing is caring!

Manual7 Ad Code

অভিযোগ ডেস্ক : পাঁচ বছরের বেশি সময় ধরে নিষ্পত্তি না হওয়া মামলায় অসহায় ও দরিদ্র হাজতিদের মধ্যে যারা বিনামূল্যে আইনি সহায়তা পেতে ইচ্ছুক তাদের তথ্য চেয়ে কারা মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি। মুজিববর্ষ উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে কমিটি।

Manual6 Ad Code

 

কমিটির সদস্য সচিব অবন্তী নূরুলের স্বাক্ষরিত এ চিঠি আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) পাঠানো হয়। পরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

Manual7 Ad Code

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিববর্ষকে সামনে রেখে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ৫ বছরের ঊর্ধ্বে মামলা নিষ্পত্তি না হওয়া হাজতিদের মধ্যে যারা সুপ্রিম কোর্টের সরকারি আইনি সহায়তা পেতে আগ্রহী এমন হাজতিদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।

Manual5 Ad Code

 

তবে এর আগেও সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ২০১৬ সালের ১৫ নভেম্বর এবং ২০১৭ সালের ১৯ নভেম্বর কারা মহাপরিদর্শককে এ সংক্রান্ত বিষয়ে দুই দফা চিঠি দেয়। পরবর্তীতে সেসব তালিকা অনুসারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।

 

Manual8 Ad Code

বিনা বিচারে অসচ্ছল আটক হাজতিদের দীর্ঘ কারাবাসের বিষয়টি বিবেচনা করে এবারও এ ধরনের উদ্যোগ নিল সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি।