১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৪ দিনের রাষ্ট্রীয় সফরে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
৪ দিনের রাষ্ট্রীয় সফরে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Sharing is caring!

Manual7 Ad Code
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ফটো

 

অভিযোগ ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে ৪ দিনের এক রাষ্ট্রীয় সফরে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ইতালি পৌঁছান তিনি।

 

 

জানা যায়, সফরের দ্বিতীয় দিন বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রোমে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

 

 

দুপুরে ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজো চিগিতে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই প্রধানমন্ত্রী এক সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেবেন।

 

 

বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালীন আবাসস্থল পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে ব্যবসায়ী নেতারা সাক্ষাৎ করবেন তার সঙ্গে। এরপর রাতে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Manual8 Ad Code

 

 

সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর দুপুরে ট্রেনযোগে রোম থেকে মিলান যাবেন।

 

 

Manual4 Ad Code

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ৪০মিনিটে আমিরাত এয়ারলাইন্সের ‘ইকে-২০৬’ ফ্লাইটে মিলান মেলপেনসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।