১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুবীর সিকদার এর কবিতা★জাতীর পিতার শতবর্ষ★

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২০
সুবীর সিকদার এর কবিতা★জাতীর পিতার শতবর্ষ★

Sharing is caring!


Manual7 Ad Code

 

Manual4 Ad Code

আমার হল ঊনপঞ্চাশ, তোর হয়েছে শতবর্ষ
সন্তানের বক্ষে মায়ের জন্ম, এ যেন এক মহা অভিকর্ষ।
তোদের ছোয়ায় আমি পেলাম মুক্তির নিঃশ্বাস,
আমি হলাম মুক্ত, তোরা হলি চির অবিনাশ।

তোর ইশারায় দামাল ছেলেরা করল বাজিমাত,
শত্রুদের সব বিনাশ করলো ধরে হাতে-হাত।
মাকে তোরা করলি ঋণী, বুকের রক্ত ঢেলে,
দেশ মাতাকে মুক্ত করলি এমনি বীর ছেলে।

Manual3 Ad Code

শ্রষ্ঠা এই অভাগীর জন্য পাঠিয়েছে তোকে,
নয়ন জলে দিবানিশি, ভাষি তোদের শোকে।
সন্তানের রূধিতে মায়ের জন্ম, লাল, সবুজ নিয়ে,
সকল স্নেহ উজাড় করে রেখেছি তোদের দিয়ে।

তোরা এসেছিস বলে আমি এতবড় হয়েছি,
আমি চির ধন্য, তোদের বুকে ধরেছি।
তোদের স্মরণে রাত্রী জেগে কত ফুল যে ফোঁটে।
তোদের ছোয়া মুক্ত আকাশে জাতীয় পতাকা ওঠে।

Manual4 Ad Code

দৌহিত্র- দৌহিত্রা সবাই কোলের কাছে নাচে,
আমি ফিরি বারে-বারে ঐ কবরগুলির কাছে।
দুহাত তুলে দোয়া করি, ভালো থাকিস তোরা,
ধিক্-শত-ধিক্ আমায় নিঃশ্ব করেছে যারা।

Manual4 Ad Code

  1. তপ্ত হৃদয় শীতল করি, আয়- একবার বুকে আয়,
    স্নিগ্ধ শীতল এই বাংলার, সবুজ বনানী ছায়।
    এত বছর অতন্দ্র আছি এই বুঝি তোরা এলি,
    শুনে তৃপ্ত হলাম- খোকা তুই জাতীর পিতা হলি।
Manual1 Ad Code
Manual3 Ad Code