১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

তোমার জন্মদিন

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০১৯
তোমার জন্মদিন

Sharing is caring!

★ তোমার জন্মদিন ★

—- শোভা রাণী বিশ্বাস —-

বছর ঘুরে আবার এলো
নতুন বছরের প্রথমদিন,
এমনি এক শুভদিনে
ফকির হাসানের জন্মদিন।

একরাশি ফুল দিলাম তোমায়
যত্ন করে রেখো,
সূর্য ওঠা ভোরের মতই
সারাজীবন থেকো।

কেউবা যদি হাত বাড়িয়ে
বন্ধু হতে চায়,
বাড়িয়ে দিও তোমার দুহাত
গভীর মমতায়।

না পায় যেন কষ্ট কেহই
তোমার ব্যবহারে,
ভালোবাসায় আগলে রেখো
তোমারই অন্তরে।

বিপদ যদি আসে কভু
ভয় পেয়ো না মোটে,
এটা জেনো আধার শেষে
আলোর হাসি ফোটে।

বছর বছর আসুক ফিরে
এমন শুভদিন,
পালন যেন করতে পারি
তোমার জন্মদিন।।