Sharing is caring!

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
চরফ্যাশন দুলারহাট থানার চর যমুনা হাওলাদার চৌমুহনী মাসুদের দোকান থেকে তিন জুয়ারী কে আটক করা হয়েছে।
সুত্র জানায় জুয়া খেলার সময় দুলারহাট থানার এ এস আই বেল্লাল এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তিন জুয়ারী কে আটক করে।
আটককৃতরা হলো দুলারহাট থানার চর যমুনা গ্রামের জয়নাল আবদিন পাটওয়ারীর ছেলে মোঃ লোকমান (৩৭), নুরুল ইসলামের ছেলে মোঃ নাহিম (২০), শাহাবুদ্দিনের ছেলে মোঃ নাজিম (২৫)।
২৯ সেপ্টেম্বর বরিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট থানার চর যমুনা হাওলাদার চৌমুহনী মাসুদের দোকান থেকে গ্রেফতারে সক্ষম হয়েছেন দুলার হাট থানা পুলিশ।
দুলারহাট থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী এর সত্যতা নিশ্চিত করেন এবং বলেন আটককৃত ৩ জুয়ারীকে ভ্রাম্যমাণ আদালতে প্রতিজন কে ১৫ দিনের জেল ও অনাদায়ে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।