Sharing is caring!

সিকদার লিটন, বিশেষ প্রতিনিধিঃরাজবাড়ী জেলার পুলিশ সুপার এর সার্বিক তত্বাবধানে সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল লাবীব আবদুল্লাহ ও অফিসার ইনচার্জ আহসান উল্লাহ পাংশা মডেল থানা এর নেতৃত্বে অফিসার ও ফোর্স সহ গতকাল রবিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা কালে শিয়ালকান্দি এলাকা থেকে ৭২বোতল ফেন্সিডিলসহ মোঃ শরিফুল ইসলাম ওরফে নয়ন (৩২), পিতা-মৃত আঃ কুদ্দুস, সাং-রাম জীবনপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ এবং টাকা ও তাসসহ জুয়া মামলার আসামী ১। মোঃ সহমান মোল্লা (৩২), পিতা-মৃত মজিবর মোল্লা, সাং-ভাগবিষ্ণপুর ২। সুজন শেখ (৩০), পিতা-মোঃ আব্বাস শেখ, সাং-রামকোল বাহাদুরপুর ৩। মোঃ মনির হোসেন (২৮), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-প্রানপুর ৪। মোঃ শফিকুর রহমান (৪০), পিতা-মোঃ রজব আলী মিয়া, সাং-ভাগবিষ্ণপুর ৫। মোঃ কাঞ্চন মন্ডল (৪২), পিতা-মোঃ আফসার মন্ডল, সাং-নাছনা মুরাদপুর ৬। মোঃ মনির হোসেন মুন্নু (৫৪), পিতা-মৃত আব্দুল আলী মিয়া, সাং-রামকোল বাহাদুরপুর ৭। মোঃ রুস্তম আলী মিয়া (৫১), পিতা-মৃত আকরাম আলী মিয়া, সাং-দুর্শনদিয়া, সর্ব থানা-পাংশা, জেলা-রাজবাড়ীদের গ্রেফতার করা হয়।