২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি কর্তৃক সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি কর্তৃক সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার

Sharing is caring!

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গত শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার উপ-চকপাড়ায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করেন বিজিবির ৫৯ রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টায় আজমতপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮২ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার উপ-চকপাড়া মাঠে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন আজমতপুর বিওপির নায়েব সুবেদার মো. জামিল হোসেন। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।