১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও পরোকিয়া প্রেমিকার যাবজ্জীবন কারাদণ্ড

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০১৯
ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও পরোকিয়া প্রেমিকার যাবজ্জীবন কারাদণ্ড

Sharing is caring!

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও পরকিয়া প্রেমিকার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পরোকিয়া প্রেমিকাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

২৯/০৯/২০১৯ইং তারিখ রবিবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেচরি গ্রামের আলম খান (৫০) ও তার প্রেমিকা পাখি বেগম (৪০) কে কারাদণ্ড দেন।

মামলার বিবরণে জানা যায়, আলম খান একই গ্রামের পাখি বেগমের সঙ্গে পরোকিয়ায় জড়িয়ে পড়েন। এতে স্ত্রী বিউটি বেগম বাধা দিলে ২০১৭সালের ৪ঠা ফেব্রুয়ারি রাতে শ্বাসরোধ করে তাকে হত্যা করে স্বামী।

এ ঘটনায় ২০১৭ সালের ৬ই ফেব্রুয়ারি নিহতের ভাই ফোরকান সিকদার বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। থানার পরিদর্শক মো. ইউনুস মিয়া ওই বছরের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল এবং আসামী পক্ষে অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ।