১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঈদের বিশেষ নাটক চতুর্ভুজ প্রেম নাটকের শুভ মহরতে চিত্র নায়ক ডি এ তায়েব

admin
প্রকাশিত জুন ৩, ২০১৯
ঈদের বিশেষ নাটক চতুর্ভুজ প্রেম নাটকের শুভ মহরতে চিত্র নায়ক ডি এ তায়েব

Sharing is caring!

ফকির হাসান : ডি এ তায়েব ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ইফতার মাহফিল, অবহেলিত শিল্পীদের মাঝে ঈদ বস্ত্র বিতরন ও গুনী শিল্পীদের বন্ধু বৃক্ষ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে শুক্রবার রাজধানীর সেগুন বাগিচা রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ এর ডি আই জি হাবিবুর রহমান।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ডি এ তায়েব এবারের ঈদে বিশেষ নাটক চতুর্ভুজ প্রেম নাটকের শুভ মহরত অনুষ্ঠানে বললেন ডি এ তায়েব ফ্রেন্ডস ক্লাব সিলেট কমিটি সভাপতি এনামুল ইসলাম এর রচনায় ও অভিনীত চতুর্ভুজ নাটক দর্শক প্রিয় হবে। নাটকটির পরিচালক কামরুল চৌধুরী বলেন রোমান্টিক প্রেম কাহিনী নিয়ে চতুর্ভুজ নাটকটি আশা করি দর্শকরা আনন্দ পাবেন।

অনুষ্ঠানে অভিনেত্রী অন্জনা রহমান, চিত্র নায়িকা ববি, চিত্রনায়িকা আনহা তামান্না, চিত্রনায়ক ওমর সানী, চিত্র নায়ক অমিত হাসান, অভিনেতা সাব্বির আহমেদ, আশরাফ কবীর, নাট্যাভিনেত্রী অনন্যা অনু, রওনক বিশাখা শ্যামলী, তৌফা, অনন্যা আফরিন সহ চলচ্চিত্র ও টেলিভিশনের একঝাঁক অভিনেতা অভিনেত্রী উপস্থিত ছিলেন। বন্ধু বৃক্ষ অ্যাওয়ার্ড ২০১৯ পেয়েছেন আনোয়ারা বেগম।

ডি এ তায়েব ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ এর সিলেট কমিটির উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মডেল ও অভিনেতা শফিকুল ইসলাম ও মডেল অভিনেতা জহির রায়হান প্রমুখ।