২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Sharing is caring!

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগরের পিরগাছী শশ্মানঘাটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শশ্মানঘাটি হতে ধাইনগর ফেরিঘাট পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গোয়াবাড়ি চাঁদপুর মেরাজুল মাঝির দল ও দ্বিতীয় পলশা বিফল মাঝির দল এবং তৃতীয় হয়েছে চককীর্তি লোকমান মাঝির দল। পরে শশ্মানঘাট প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধাইনগর ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ্ব আবদুল কাদের মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, দাইপুখুরিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আজমুল হক বাদশা, সাধারণ সম্পাদক আবু জাফর লালান, মোবারকপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ছত্রাজিতপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মসিদুল হক প্রমূখ।

শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এর আগে বঙ্গবন্ধু-বঙ্গমাতা মিনি ফুটবল টুর্নামেন্ট- ২০১৯ অনুষ্ঠিত হয়।