১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চুরির আতঙ্কে নির্ঘুম রাত জেগেও পাচ্ছেনা রেহাই প্রশাসন নীরব

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫
চুরির আতঙ্কে নির্ঘুম রাত জেগেও পাচ্ছেনা রেহাই প্রশাসন নীরব

Sharing is caring!


Manual5 Ad Code

চুরির আতঙ্কে নির্ঘুম রাত জেগেও পাচ্ছেনা রেহাই প্রশাসন নীরব

বিশেষ প্রতিনিধি :-সাঘাটায় চুরির আতঙ্কে নির্ঘুম রাত জেগেও পাচ্ছে না রেহাই প্রশাসন নীরব থাকায় আবারো চুরির ঘটনা ঘটেছে।
এতে এলাকাবাসীর মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে ।

Manual2 Ad Code

জানাযায়,সাঘাটা থানার সামানে মা কম্পিউটার ও স্টুডিও এর মালিক আশিকুর রহমান দুলালের বাড়ী চুরি হয়েছে ।
চুরি বিষয়ে দুলালের সাথে কথা হলে তিনি জানান,
কম্পিউটারে কাজ সেরে প্রতিদিনের ন্যায় গত ২ নভেম্বর রোজ রবিবার দিবাগত রাতে বাইসাইকেলটি বাড়ীর ভিতরে রেখে খাওয়া দাওয়া শেরে ঘুমিয়ে পড়ি, ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে দেখি আমার বাইসাইকেলটি বাড়ীর ভিতরে নাই ।
পরে অনেক খোঁজাখোজি করেও উক্ত বাইসাইকেলটি পাওয়া যায়নি।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন জানতে চাইলে তিনি জানান চুরি হওয়া জিনিস খুব কমই বাহির হয়, সেই কারণে অভিযোগ দায়ের করি নাই।
এ ছাড়াও সাঘাটা থানা থেকে ২ শত গজ দুরে সাঘাটা বাজারের দোকান চুরি, ডাকবাংলার দোকান, সাইফুল কাজীর বাড়ী, যোগীপাড়া গ্রামের হলুদ ব্যবসায়ী জহুরুলের বাড়ী,খামার পবন তাইড় গ্রামের মালেকার বাড়ী,ঝাড়াবর্ষা গ্রামের মগরুব আলীর বাড়ী,আঃ সামাদের বাড়ী, মোবাইল ফোন চুরিসহ সাঘাটার আশে পাশের গ্রামে প্রায় ৫০ টি বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে

Manual7 Ad Code

চুরির বিষয়ে এলাকার সচেতন মহলের সাথে কথা হলে তারা জানান মাদক সেবনকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। যুবসমাজের যুবকেরা নেশার টাকা সংগ্রহ করতে না পেয়ে তারা চুরি করছে, মাদক বন্ধ করতে পারলে চুরির ঘটনা কমে যাবে, হাতের কাছে মাদক পাওয়ার কারণে মাদক সেবনকারীর সংখ্যাও আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ।

স্থানীয়রা অনেক জানান মাদক ব্যবসায়ীদের নাম ঠিকানা প্রশাসনকে দিলে তারা আবার মাদক ব্যবসায়ীদেরকে নাম ঠিকানা বলে দেয়, সেই কারণে এলাকার মাদক কারবারিদের নাম ঠিকানা প্রশাসনকে দিতে ভয় পায়।
মাদক সেবন বন্ধ করতে পুলিশের তৎপরতা বৃদ্ধি করতে সচেতন মহল উদ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code