২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

শ্রীনগরে র‌্যাবের অভিযানে নারী মাদক কারবারী গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৯
শ্রীনগরে র‌্যাবের অভিযানে নারী মাদক কারবারী গ্রেফতার

Sharing is caring!

আফিয়া আশ্রাব বাধন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:  শ্রীনগরে র‌্যাবের অভিযানে মৌসুমী (২৫) নামে এক নারী মাদক কারবারী গ্রেফতার হয়েছে। গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার যশুরগাঁও গ্রামের আব্দুল মান্নানের বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মৌসুমী ওই বাড়ির শেখ রায়হানের স্ত্রী ও পূর্ব যশুরগাঁও গ্রামের মোয়াজ্জেম শেখের মেয়ে। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

র‌্যাব সূত্রে জানাযায়, র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমানের নের্তৃত্বে সংগীয় র‌্যাব সদস্য নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর উপজেলার যশুরগাঁও গ্রামে বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারী মৌসুমীকে গ্রেফতার করেন।

এ সময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। মৌসুমীর বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।