২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

অনৈতিক সর্ম্পকের মিথ্যা অভিযোগে বিধবা মহিলার মাথার চুল কেটে দিয়েছে মাতব্বররা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৯
অনৈতিক সর্ম্পকের মিথ্যা অভিযোগে বিধবা মহিলার মাথার চুল কেটে দিয়েছে মাতব্বররা

Sharing is caring!

তাসলিমুল হাসান সিয়াম, রংপুর বিভাগীয় ব‍্যুরো : গাইবান্ধা সদরের ঘাগোয়া ইউনিয়নের জুগিপাড়ায় সংখ্যালঘু জনৈক বিধবা মহিলাকে এক যুবকের সাথে অনৈতিক সর্ম্পকের মিথ্যা অভিযোগ এনে অন্যায়ভাবে মাথার চুল কেটে দিয়েছে গ্রাম্য মাতব্বররা। শুধু তাই নয় ৩০ হাজার টাকা জরিমানা নিয়েও ভাগবাটোয়ার করে নেয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, উক্ত গ্রামের মৃত জিতেন্দ্র নাথের বিধবা স্ত্রী ২সন্তানের জননীর সাথে গাইবান্ধা শহরের প্রফেসর কলোনির শান্ত নামের জনৈক ব্যক্তির মোবাইলে যোগাযোগ হলে তাকে ভাই বানায়।

এই ভাই উক্ত বিধবা মহিলার বাড়িতে আসলে একই গ্রামের সায়দার রহমানের পুত্র সাদেকুল, হরেন্দ্রনাথ এর পুত্র স্বপন, মৃত দেলোয়ার এর পুত্র মনুসহ ৮/১০জন একত্রিত হয়ে ওই বাড়িতে গিয়ে জোর জবরদস্তি করে উক্ত বিধবা মহিলার সাথে অনৈতিক সম্পর্ক আছে, এই অপরাধে অপরাধী সাজিয়ে তার মাথার চুল কেটে দিয়েছে। এছাড়াও আগন্তুক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে।

এ ব্যাপারে উক্ত বিধবার শ্বাশুড়ি,দেবর দের সাথে কথা হলে তারা জানান, ছেলেটাকে ওই বিধবা মহিলা ভাই বানিয়েছে, আমরা কেউ তার কোন ধরনের দোষ পাইনি, কিন্তু আমরা মাত্র কয়েক ঘর হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু হওয়ায় ওই ছেলেরা জোর করে মাথার চুল কেটে দিয়েছে এবং শুনেছি তারা ওই ছেলের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছে।

ওই এলাকার ইউপি সদস্য বাদশা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাগোয়া ইউপি চেয়ারম্যানের সাথে পরামর্শ করে আমরা বিষয়টির একটি সুষ্ঠু সমাধান করতে চেয়েছিলাম, কিন্তু উল্লেখিত উৎশৃখল ছেলেরা আমার কথা না মানলে আমি ওই অবস্থায় রেখে চলে এসেছি। পরে শুনেছি, তারা ৩০ হাজার টাকা জরিমানা করে তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। আমিও এই অন্যায় কাজের বিচার চাই।

ওই মহিলা লজ্জায় অপমানে ঘর থেকে বাহির হতেও অপমানিত বোধ করছে।

এ বিষয়ে এলাকার শান্তি প্রিয় সাধারণ মানুষ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।