Sharing is caring!

ওমর শাকিল,জেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর):: পুলিশ ব্যুরো অফ ইনভিষ্টিগেশন(পিবিআই) এর ঘটনাস্থল তদন্ত শেষ করে চলে যাওয়ার ৩০ মিনিটের মধ্যে লক্ষ্মীপুরে কলেজ
ছাত্র ইমরান হোসেন হত্যা মামলার
বাদীর ওপর আসামীরা হামলা চালিয়ে
দুইজনকে গুরুতর আহত করেছে।
আহতরা হচ্ছে মামলার বাদী আয়েশা
আক্তার মেরী ও তার মেয়ে হাফছা বিবি
লুবনা।গুরুতর আহত মা ও মেয়েকে উদ্ধার
করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার
ধর্মপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও আহতের স্বজনরা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর রাতে
কলেজছাত্র ইমরান হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়।
পরদিন নিহতের মা বাদী হয়ে জাহাঙ্গীর
আলম, জহির উদ্দিন, নাহিদ, মোসলেহ
উদ্দিন ও মোরশেদ আলমসহ ১০জনকে
আসামী করে আদালতে মামলা একটি হত্যা মামলা দায়ের করেন।পরে আদালত সদর থানাকে মামলাটি গ্রহন করতে
নির্দেশ দেয়। ২০১৯ সালের ফেব্রুয়ারী
মাসে সকল আসামীদের মামলা থেকে
অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দেয়
পুলিশ।
পরে ওই প্রতিবেদনের ওপর নারাজি দেয়
বাদী। এরপর আদালত নোয়াখালী পুলিশ
ব্যুরো অফ ইনভিষ্টিগেশন(পিবিআই) কে
মামলার পূনরায় তদন্ত করে প্রতিবেদন
দিতে নির্দেশ দেন।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে মামলাটি
তদন্ত করতে আসেন পুলিশ ব্যুরো অফ
ইনভিষ্টিগেশন(পিবিআই) একটি দল। তদন্ত
শেষ করে চলে যাওয়ার ৩০ মিনিটের
মাথায় আসামী জাহাঙ্গীর আলম, জহির
উদ্দিন ও নাহিদের নেতৃত্বে বাদীর ওপর
হামলা চালিয়ে দুইজনকে পিটিয়ে গুরুতর আহত
করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম
আজিজুর রহমান মিয়া জানান, থানায়
এখনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ
পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া
হবে।