Sharing is caring!

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
শিক্ষাজীবনের এক গৌরবময় অধ্যায় শেষ করে নতুন স্বপ্নে পথচলার আগে দিনাজপুরের বোচাগঞ্জে কনফিডেন্স কোচিং সেন্টার আয়োজন করে এক আবেগঘন ও উৎসবমুখর বিদায়ী অনুষ্ঠান। বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের সম্মানে আয়োজনটি হয়ে ওঠে এক স্মরণীয় মুহূর্ত। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেতাবগঞ্জের উজ্জ্বল সংঘ ক্লাবে। সকাল থেকেই ক্লাব চত্বরে ছিল বর্ণিল সাজসজ্জা—ফেস্টুন, বেলুন ও ফুলে হয়ে ওঠে উৎসবমুখর পরিবেশ। সময়মতো শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। গাম্ভীর্যপূর্ণ পরিবেশে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফিডেন্স কোচিং সেন্টারের শিক্ষক মো. হাসিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু তাহের সিদ্দিকী, সাবেক সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সেতাবগঞ্জ সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মো. আবু তাহের, পৃথিবী কোচিং সেন্টারের সাবেক পরিচালক মো. দেলোয়ার পারভেজ ইমন, পরিচালক, থ্যালাসেমিয়া ব্লাড কালেকশন বোচাগঞ্জ (TBCB) হৃদয় চন্দ্র রায়, যিনি ‘ইংলিশ ম্যান’ নামে পরিচিত কনফিডেন্স কোচিংয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মিরাজুল ইসলাম মিরাজ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে পরিচালক মিরাজুল ইসলাম মিরাজ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। তিনি বলেন, “শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নয়, বরং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষা অর্জনের মূল লক্ষ্য।” বিশিষ্ট অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সামনে জীবনের বিভিন্ন দিকনির্দেশনা ও প্রেরণামূলক বক্তব্য তুলে ধরেন। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকেও কয়েকজন বিদায়ী শিক্ষার্থী আবেগঘন বক্তব্য উপস্থাপন করে। অনুষ্ঠানে এইচএসসি ৫ম ব্যাচের সম্মানে কেক কেটে উদযাপন করা হয়। আনন্দ-উল্লাসের মাধ্যমে বিদায়ী দিনটি হয়ে ওঠে স্মরণীয় এক অভিজ্ঞতা। এই বিদায় অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—বরং শিক্ষার্থীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। আনন্দ ও আবেগের ছোঁয়ায় পরিপূর্ণ এ আয়োজন শিক্ষার্থীদের মনে গেঁথে থাকবে দীর্ঘদিন।