Sharing is caring!

বিশেষ প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগে পাঁচ নম্বর মহদীপুর ইউপির সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তথ্যানুসন্ধানে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে কৃষি জমি ও আবাসিক এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের একটি লিখিত অভিযোগ এলাকাবাসী গাইবান্ধা সেনা ক্যাম্পে দাখিল করে। সরেজমিন তদন্ত শেষে ২২ জুন রোববার দুপুরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত আমিনুল মেম্বার মহদীপুর ইউপির কেত্তারপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।