১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বোচাগঞ্জ পুলিশের অভিযানে মাদক বিক্রেতা ও জুয়া খেলার অভিযোগে গ্রেফতার-৭

admin
প্রকাশিত জুন ২২, ২০২৫
বোচাগঞ্জ  পুলিশের অভিযানে মাদক বিক্রেতা ও  জুয়া খেলার অভিযোগে গ্রেফতার-৭

Sharing is caring!

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক বিক্রয় ও জুয়া খেলার অভিযোগে ৭জন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদ হাসান সরকারের নির্দেশনায় একদল চৌকস পুলিশ বোচাগঞ্জ উপজেলা কে মাদক ও জুয়া খেলা মুক্ত করতে প্রতিদিন বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছেন। ২২জুন রবিবার সকালে ৬ জুয়ারু ও ১ মাদক বিক্রেতা কে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছে। এসব আসামীদের মধ্যে জুয়া খেলার সময়(ঘুডঘুডি) শনিবার রাতে আটগাঁও ইউনিয়নের সত্যেমান ডাঙ্গী হতে মোঃ দুলাল হোসেন, নুরন্নবী ইসলাম, মুন্না ইসলাম, সমেদুল আলম, রতন চন্দ্র রায় কে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে মুশিদহাট ইউনিয়নের শংখচুরা গ্রাম হতে চন্দন চন্দ্র রায়, পিতা পরিশ চন্দ্র রায় কে ৪৮টি ভারতীয় ট্যাপান্ডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৯ ও ১০। এছাড়াও পরমেশ^পুর বিওপি ক্যাম্প (বিজিপি) ৩ জন কে গ্রেফতার করে বোচাগঞ্জ থানায় সপর্দ করে। এবিষয়ে বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদ হাসান সরকার বলেন, বোচাগঞ্জ উপজেলা মাদক ও জুয়া মুক্ত করতে আমাদের অভিযান চলমান আছে এবং থাকবে। এদের কোন বিষয়ে কোন ভাবেই ছাড় দেয়া হবেনা।