১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাবেক এমপি ধনু রাজধানীতে গ্রেফতার। (ময়মনসিংহ ১১ ভালুকা)

admin
প্রকাশিত মে ১৬, ২০২৫
সাবেক এমপি ধনু রাজধানীতে গ্রেফতার। (ময়মনসিংহ ১১ ভালুকা)

Sharing is caring!

সাবেক এমপি ধনু রাজধানীতে গ্রেফতার। (ময়মনসিংহ ১১ ভালুকা) রাজধানীর আফতাব নগর থেকে গ্রেপ্তার হয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। বুধবার (১৪ মে) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় ধনুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই দুপুর ২টার দিকে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডের একটি মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন মোহাম্মদ আরিফ (১৮)। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়, যার মধ্যে কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ১৪ নম্বর এজাহারনামীয় আসামি। ডিএমপির তথ্য অনুযায়ী, ধনু শুধু এই একটি নয়, বরং বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতা ও হত্যার ঘটনায় দায়ের হওয়া আরও তিনটি মামলার এজাহারনামীয় আসামি। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী থানা পুলিশ আফতাব নগরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে ধনুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।