Sharing is caring!

বিশেষ প্রতিনিধি।
ড. মুহাম্মদ ইউনুস ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্র। ড. ইউনুস বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬৯ টি সম্মাননা পেয়েছেন।তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট পাওয়াটা একটু ভিন্ন।আজ তিনি এমন জায়গা থেকে সম্মাননা পাচ্ছেন যেখান থেকে সব শুরু।সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমাদের জোবরা গ্রাম।যে গ্রামের হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে তিনি মাইক্রেডিটের মত জিনিস আবিষ্কার করেন।১৯৭৪ দেশ যখন দূর্ভিক্ষের কবলে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি নির্জন প্রান্তে, যেখানে অর্থনীতির ক্লাসের ফাঁকে তিনি ছাত্রদের মধ্যে মানবিক ভাবনার বীজ বুনতেন, সেখান থেকেই একদিন ক্ষুদ্রঋণের ভাবনার জন্ম। তখন হয়তো কেউ ভাবেনি, সেই চিন্তা একদিন গোটা পৃথিবীর দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ড. ইউনুস সেই সময়টাতেই দেখে ফেলেছিলেন যে, প্রথাগত ব্যাংকিং ব্যবস্থা গরিব মানুষের দরজায় যায় না। আর এখানেই তিনি ভিন্নভাবে ভাবতে শুরু করেছিলেন—একটি ব্যাংক, যা গরিবদের জন্য।তার এই ক্ষুদ্রঋণে আমাদের জোবরা গ্রামের অনেক পরিবারের ভাগ্যবদল করে দিয়েছিল।আজ সেই জোবরাবাসি সাক্ষী হবে তাদের প্রফেসর সাহেব কে তাদেরই জন্মস্থান হতে সম্মাননা দেয়া হবে। ঘরের ছেলে ঘরে ফিরছেন।