২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সিপিসি-৩, র‌্যাব-১৪ টাঙ্গাইল কর্তৃক অভিযানে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ফয়জুননেছা লেবু (৭০) ক্লুলেস হত্যা মামলার সন্ধিগ্ধ ০১ (এক ) আসামী গ্রেফতার

admin
প্রকাশিত মে ১২, ২০২৫

Sharing is caring!

গত ০৪ এপ্রিল ২০২৫ তারিখ অনুমান রাত ০৯:০০ ঘটিকায় সময় ভিকটিম ফয়জুননেছা @লেবু (৭০) প্রতিদিনের ন্যায় তার ঘরের ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পূর্বে সাক্ষী রোজা রাখার জন্য ভিক্টিমের মেয়ে কদবানু (৫০) কে রাত ০৩:০০ ঘটিকার সময় সেহরি খাওয়ার জন্য ডেকে দিতে বলে। ভিকটিমের কথামত গত ০৫ এপ্রিল ২০২৫ তারিখ রাত ০৩:০০ ঘটিকায় কদবানু তার মাকে ডাকার জন্য মায়ের ঘরের দরজায় যেয়ে ডাকাডাকি করে কিন্তু ভিকটিমের কোন শাড়া শব্দ না পেয়ে কদবানু তার তার নিজ বাড়িতে চলে যায়। একই তারিখ সকাল অনুমান ০৬:০০ ঘটিকায় কদবানু তার মায়ের ঘরের সামনে আসলে দেখে তার মায়ের ঘরের দরজা খুলা। তখন কদবানু তার মায়ের ঘরে প্রবেশ করে দেখে তার মা ঘরে নাই। মাকে ঘরে না পেয়ে কদবানু ও ভিকটিমের পরিবারের সবাই খোজাখুজি শুরু করে। এরপর একই তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকায় কালিহাতি থানাধীন মাঝিপাড়া ইউনিয়নের তল্লায় বিলের জনৈক রতন চন্দ্র রাজবংশী এর ধান ক্ষেতের মাঝখানে ভিকটিম ফয়জুননেছা @লেবু (৭০) এর লাশ পড়ে আছে বলে জানান। এ ঘটনার পর ভিকটিমের ছেলে মোঃ ওমর ফারুক (৩২) বাদী হয়ে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪/৬০, তারিখ-০৬/৪/২০২৫ খ্রি., ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলা রুজু হওয়ার পর সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল ১১ মে ২০২৫ তারিখ সময় অনুমান বিকাল ১৪:৫৫ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন বটতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ফয়জুন্নেসা @লেবু (৭০) ক্লুলেস হত্যা মামলার সন্ধিগ্ধ আসামী জয় প্রকাশ (২৬), পিতা- উদয় চন্দ্র রাজবংশী, সাং-আউলিয়াবাদ, থানা-কালিহাতি, জেলা- টাঙ্গাইল ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল কালিহাতি থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।