২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা হোমনায় গাঁজাসহ মাদক এক কারবারিকে একটি প্রাইভেটকার সহ গ্রেফতার করেছে পুলিশ।

admin
প্রকাশিত মে ১০, ২০২৫
কুমিল্লা হোমনায় গাঁজাসহ মাদক  এক কারবারিকে একটি প্রাইভেটকার সহ গ্রেফতার করেছে পুলিশ।

Sharing is caring!

মোঃ ইকবাল মোরশেদ

– – স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলার হোমনা উপজেলায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি ছিনাইয়া-মেঘনা রোড এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মোঃ মমিন মিয়া (৩৩) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মমিন মিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার নাটাপাড়া গ্রামের মোঃ মীর হোসেন ওরফে মীরু মিয়ার ছেলে বলে জানা গেছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও জানান, মমিন মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।