Sharing is caring!

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
রবিবার ১ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ, অকার্যকর কমিটি বাতিল ও নতুন কমিটির দাবিতে বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে নগরীর ফকির হাট, নিমতলা, কাস্টম মোড় প্রদক্ষিণ করে বিমান চত্বরে বন্দর থানা ছাত্রলীগ নেতা মো: সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে ও ছাত্রনেতা মো: আরাফাত হোসেন ও রাজ দে এর যৌথ সঞ্চালনায় মিছিলোত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগ নেতা ইমরান আলী মাসুদ, হুমায়ন কবির আজাদ, নাছির উদ্দিন কুতুবী, জালাল আহমদ রানা।
এসময় মুনির চৌধুরী, রায়হানুল কবির শামীম, ফাহাদ আনিস, নেওয়াজ খান, হালিশহর থানা ছাত্রলীগ নেতা আবদুল মজিদ, খুলশী থানা ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত দিপু, ডবলমুরিং থানা ছাত্রলীগ নেতা রাজিব বড়ুয়া, আসফাক অভি, মঞ্জুরুল করিম, শিমুল মহসেন, কামরুল হাসান আরমান, রিগেন মজুমদার, রুবেল বড়ুয়া, জিসান, মো: মিজান, মো: আরিফ, রবিউল আলম বাধন, আবিদ আলী, শুভজিৎ দাশ, এম আর কে আবিদ, , নাজিম উদ্দিন দিনার, ফয়সাল লিপু, মো: পারভেজ, এম.আই.সাহিদ, রাজু সূত্রধর, আরফাত হোসেন রাব্বি, মো: ফয়সাল, মো: ইমরান, সোহেল, জামশেদ আরমান, ইমদাদুর রহমান রিয়াদ, আকাশ, মো: আসিফ, সেলিম, নোভেল, শাওন, মাহির আদিব, মো: রাহি উপস্থিত ছিলেন।