১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাভারে হাত-পা বাধা যুবককের মরদেহ উদ্ধার।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৯
সাভারে হাত-পা বাধা যুবককের মরদেহ উদ্ধার।

Sharing is caring!

 

মনজুরুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।

সাভারে গৌতম নামের এক ব্যাবসায়ীর একটি পরিত্যক্ত টিনসেড কক্ষ থেকে অজ্ঞাত (২০) পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারনা পূর্ব কোন শত্রুতার জেরে কিংবা মাদক সেবনের বিষয় নিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় পাকিজা পাশে গৌতমের মালিকানাধীন জমিতে থাকা পরিত্যক্ত তালাবদ্ধ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ ।

প্রত্যক্ষদর্শী সঞ্জয় কর্মকার জানায় , দুপুরে সিমেন্ট আনার জন্য ওই পরিত্যক্ত কক্ষে প্রবেশ করে সঞ্জয় ও তার রিকসা চালক পাগলা খন্দকার । পরে সেখান থেকে সিমেন্ট আনার জন্য কক্ষের তালা খুললে পচা গন্ধ পায় । পরে কক্ষের ভিতরে প্রবেশ করলে সিমেন্টের বস্তা চাপা অবস্থায় ওই যুবককের মরদেহ দেখতে পায় তিনি।পরিত্যাক্ত রুম থেকে চার বস্তা সিমেন্ট নিয়ে যাওয়ার পরে সঞ্জয় তার বড় ভাই রাজ কুমারকে মরদেহের বিষয়টি জানান । এরপর রাজ কুমার তার মালিক গৌতমকে জানালে সে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয় ।

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, ৫/৭ দিন পূর্বে ওই পরিত্যক্ত কক্ষে যুবককে কেউ হয়তো হত্যা করে রেখে যেতে পারে। পরে তাকে সিমেন্ট চাপা দিয়ে রেখে গিয়েছে হত্যাকারীরা।কে বা কারা হত্যা করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে ।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।