Sharing is caring!

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ এমপি।
আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, সাংগঠনিক সম্পাদক আ ক ম শাহিদুল আলম পলাশ, মোঃ তাসেম আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের মোঃ আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সারোয়ার জাহান প্রমুখ।