২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

বগুড়ায় গণপিটুনিতে এক চাঁদাবাজ নিহত।

প্রকাশিত আগস্ট ৩১, ২০২৪
বগুড়ায় গণপিটুনিতে এক চাঁদাবাজ নিহত।

Sharing is caring!

আরাফাত হোসেন,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার কাহালু উপজেলায় চাঁদা আদায় করতে গিয়ে এলাকাবাসীর গনপিটুনিতে রাকিব (২৪) নামের এক চাঁদাবাজ যুবক নিহত হয়েছে। গত শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মলঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব (২৪) কাহালু উপজেলার পরিশেষ গ্রামের সামসুল আলমের ছেলে। তিনি স্থানীয় আতা বাহিনী দলের সদস্য হিসেবে পরিচিত।

এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, কাহালু থানার মালঞ্চা ইউনিয়নে স্থানীয় আতা বাহিনী নামে পরিচিত দলের ১০/১২ জনের সদস্য শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঐ গ্রামের ফনিন্দ্র নাথের বাড়িতে চাঁদা দাবি করতে যায়। সে সময় চাঁদাবাজ রাকিব বাড়ীর এক সদস্যকে ছুরিকাঘাত করে। এ সময় পাড়ার মানুষ জানতে পেরে দল বেঁধে তাদের ধাওয়া করে। তাদের মধ্যে সবাই পালিয়ে গেলেও রাকিব গ্রামবাসির হাতে ধরা পড়ে। সেখানে স্থানীয়দের গনপিটুনিতে নিহত হয় রাকিব।

তিনি আরও জানান, রাকিবের মরদেহ ময়নাতদন্তে জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতলের মর্গে আছে। এ ব্যাপারে কাহালু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।