১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন।

প্রকাশিত আগস্ট ২৩, ২০২৪
নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন।

Sharing is caring!

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। (২৩আগস্ট) শুক্রবার বিকেলে নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের এক অস্থায়ী কার্যালয়ে তৃতীয় মাত্রা পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি সুমন কুমার নিতাই এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডিসিবি টেলিভিশনের সাংবাদিক মতিউর রহমান মুসা, দৈনিক সংবাদ পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি মাসুদ রানা, উন্মোচন বার্তা প্রতিনিধি রাজু আহমেদ, সংবাদ প্রতিক্ষণ প্রতিনিধি আক্তার হোসেন আরিফ, দৈনিক এশিয়া প্রতিনিধি মো. রাকিব বাবু, চেতনায় বাংলাদেশ প্রতিনিধি মনিরুল ইসলাম, সকালের শিরোনাম প্রতিনিধি নাজিম উদ্দিন প্রমুখ। সভায় সকল উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে পূর্বের কমিটির কোন কার্যক্রম না থাকায় সভায় কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। উক্ত আলোচনা সভার উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মতিউর রহমান মুসা সভাপতি, মাসুদ রানা সাধারণ সম্পাদক ও রাজু আহমেদকে দপ্তর সম্পাদক করে নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে কৃষক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোশারফ হোসেনকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়াও উক্ত কমটিতে আক্তার হোসেন আরিফ সহ-সভাপতি, সুমন কুমার নিতাই যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. রাকিব বাবু সাংগঠনিক সম্পাদক, নাজিম উদ্দিনকে প্রচার সম্পাদক ও মনিরুল ইসলামকে কার্যনির্বাহী সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এদিকে নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজেন্ডার সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু প্রমুখ।