১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

শরীয়তপুরে বাংলাদেশ তৃণমুল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর মতবিনিময় সভা ও ফল উৎসব এবং সংবর্ধনা

প্রকাশিত আগস্ট ১, ২০২৪
শরীয়তপুরে বাংলাদেশ তৃণমুল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর মতবিনিময় সভা ও ফল উৎসব এবং সংবর্ধনা

Sharing is caring!

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে শরীয়তপুরে মতবিনিময় সভা, নতুন সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচী উদ্বোধন, ফল উৎসব এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই ২০২৪) বিকালে শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় শরীয়তপুর জেলা বিটিএসএফ এর অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিটিএসএফ এর মহাসচিব মো. আল-আমিন শাওন।
শরীয়তপুর জেলা বিটিএসএফ এর সভাপতি মোঃ ওবায়েদুর রহমান সাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিটিএসএফ এর ভাইস-চেয়ারম্যান বি এম মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিটিএসএফ এর উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল ওয়াদুদ সরদার, শরীয়তপুর জেলা বিটিএসএফ এর উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক সামসুল হক আকন, বিটিএসএফ এর যুগ্ম মহাসচিব মো. মতিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বিটিএসএফ এর ধর্ম বিষয়ক সম্পাদক হানিফ মাল, প্রকাশনা সম্পাদক সোহাগ সরদার,
শরীয়তপুর জেলা বিটিএসএফ এর সহ-সভাপতি বাবুল চন্দ্র, দপ্তর সম্পাদক রুবেল মোল্লা, সদস্য সোহেল রানা লিটন, সদস্য মো. আকরাম মোল্লা সহ বিটিএসএফ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শরীয়তপুরের কৃতি সন্তান বি এম মকবুল হোসেন
বিটিএসএফ এর কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।