২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জাতীয় যুব শ্রমিক লীগের নতুন কমিটি অনুমদন,মো. আজিজুল হাকিমকে সভাপতি, মো. সালাউদ্দিন সোহেল সাধারণ সম্পাদক।

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৪
জাতীয় যুব শ্রমিক লীগের নতুন কমিটি অনুমদন,মো. আজিজুল হাকিমকে সভাপতি, মো. সালাউদ্দিন সোহেল সাধারণ সম্পাদক।

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক:  শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে, জাতীয় যুব শ্রমিক লীগের ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর আস্থা ভাজন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজম খসরু’সহ কেন্দ্রীয় কমিটির অনেক নেতৃবৃন্দের সম্মনয়ে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম আজম খসরুর সাক্ষরকৃত জাতীয় যুব শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির পুরাতন কমিটি ভেঙ্গে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা দেন।

কমিটিতে মো. আজিজুল হাকিমকে সভাপতি এবং মো. সালাউদ্দিন সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও নতুন কমিটিতে যারা রয়েছেন; মোঃ নেওয়াজ আহম্মদ পরশ(সহ-সভাপতি), গাজী নাজিম উদ্দিন টিটু(সহ-সভাপতি), মোঃ হুমায়ুন কবির(সহ-সভাপতি), মোঃ ইবনুল হাসান(সহ-সভাপতি), মোঃ শফিকুল ইসলাম ( সহ-সভাপতি ) ,মোঃ রোবায়েত হোসেন (শান্ত)(যুগ্ম সাধারণ সম্পাদক), জীবন আহম্মেদ জনি (যুগ্ম সাধারণ সম্পাদক), শেখ তিতুমীর আকাশ (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ ফারুক হোসেন (সাংগঠনিক সম্পাদক),এম. এম. শাহরিয়ার (সাংগঠনিক সম্পাদক), রোমেল ইসলাম শাস্ত (সাংগঠনিক সম্পাদক),শহিদুল মিয়া (সহ-সাংগঠনিক সম্পাদক) ,মোঃ শাহীনুল হক (সহ-সাংগঠনিক সম্পাদক),আকাশ ঘোষ (আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক), মোঃ আলী নুর হিমেল (শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক), শফিকুল ইসলাম ইমন(কার্যকরী সদস্য), আজাদুর রহমান বাবু(কার্যকরী সদস্য), মোঃ আকাশ চৌধুরী রনি (কার্যকরী সদস্য), মোঃ বাচ্চু মিয়া (কার্যকরী সদস্য)।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাধারন যুব শ্রমিকরা সহ সাংবাদিক নেতা ও সাংবাদিক ভাই বোনেরা।

সর্বশেষ নতুন কমিটির সভাপতি মোঃ আজিজুল হাকিম নতুন কমিটির সকল নেতৃবৃন্দ দের উর্দ্দেশে বলেন, আমাদের কাজ হবে এদেশের যুব সমাজ যত যুব শ্রমিক ভাইদের পাশে থেকে বঙ্গবন্ধৃ কন্যার অত্যন্ত বিশ্বস্ত আস্থাভাজন এ কে এম আজম খসরু দাদা আমাদের কে যে দায়ীত তুলে দিয়েছেন। আমরা সারা দেশে এক যোগে বঙ্গবন্ধুর স্মাট বাংলাদেশ গড়তে কাজ করে যাব।

অত্যন্ত আনন্দ উসৎব মুহূর্তে কমিটি গ্রহন করে নেন জাতীয় যুব শ্রমিক লীগের নর্ব নিবার্চিত নেতারা।