Sharing is caring!

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিচ ইয়াবা বড়িসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্র্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার আমনুরার-পাউয়েল গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা নাচোল উপজেলার হাট বাকইল গ্রামের মো.রমেজ আলীর ছেলে মো.এমদাদুল হক (৩৪) এবং গোসাইপুর গ্রামের মো.নেজাম উদ্দিনের ছেলে মো. সবুজ আলী (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. রায়হান আহমেদ খান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে আমনুরা এলাকায় কিছু ব্যাক্তি মাদক বেচা-বিক্রি করে আসছে এ রকম সংবাদের তথ্যে, সহকারী পরিচালক আনিছুর রহমানের নির্দেশে তাদের একটি দল অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল এবং ২ টি মোবাইল সেট সহ মাদক ব্যবসায়ী এমদাদ ও সবুজ কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।