১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় গুজব রটনাকারী গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০১৯
চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় গুজব রটনাকারী গ্রেফতার

Sharing is caring!

আব্দুল করিম চট্টগ্রাম জেলা
প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার একে খান এলাকা থেকে এক গুজব রটনাকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাহিদুল ইসলাম প্রকাশ রাহাত কবির (২২)। রাহাত ভোলা জেলার বোরহান উদ্দিন থানার হাসান নগর গ্রামের তছলিম মুন্সীর ছেলে।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বলেন, ইংরেজীতে ‘রাহাত কবির’ নামের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা এবং মানহানিকর তথ্য, বিভিন্ন ছবি-ভিডিও প্রচারসহ অন্যের পোস্ট শেয়ার করে নানা রকম গুজব রটানোর কাজে লিপ্ত ছিল রাহিদুল ইসলাম।
আজ শনিবার (২৪ আগস্ট) একে খান এলাকায় অভিযান চালিয়ে গুজব রটানোর কাজে ব্যবহৃত দুটি মোবাইল সেট ও দুটি সিম কার্ডসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে রাহিদুল ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে বলে জানান সহকারী পুলিশ সুপার (এএসপি) মাশকুর রহমান।
তিনি আরো বলেন, তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার আসামিকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।