৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে সাংবাদিক নামধারী অপসাংবাদিকদের দৌরাত্ম্যে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩
নোয়াখালীতে সাংবাদিক নামধারী অপসাংবাদিকদের দৌরাত্ম্যে

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলা, চাটখিল উপজেলা সহ সর্বস্তরে অপসাংবাদিক সমাজে সর্বস্তরের পালাক্রমে ব্যাঙের ছাতার মতো বিশাল বংশ বিস্তারে দৌরাত্ম্যে দিন দিন বেড়েই চলেছে। সাংবাদিক নামধারী এ ধরনের অপসাংবাদিকদের মূল পেশাই অর্থ বানিজ্য নোয়াখালী জেলার বিভিন্ন জায়গায় অসংখ্য সাংবাদিক ও অপসাংবাদিকের প্রত্যেক থানা ও জেলা ভিত্তিক রয়েছে অসংখ্য ছোটবড় সাংবাদিক সংগঠন, ক্লাব, ইউনিয়ন এবং অফিস। অর্থাৎ নোয়াখালী জেলার মূল পেশাদার সাংবাদিকদের অন্তরালে ধরাছোঁয়ার বাইরে সাংবাদিক নামধারী অপসাংবাদিকরা নোয়াখালী জেলা চাটখিল উপজেলা সহ বিভিন্ন জেলায় ধান্দাবাজী করে বেড়াচ্ছে। সাব-রেজিষ্টার, ভূমি অফিস, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক হোটেল, বন বিভাগ, দোকান, বিভিন্ন বেকারী, ইটভাটা, জুয়ার আসর, খাওয়ার হোটেল, কলকারখানা, বিভিন্ন বালুর পয়েন্ট, বাল্যবিবাহ, রাস্তার গাছ কর্তনের সময়সহ অন্যান্য অনেক প্রজেক্ট। সেই প্রজেক্টে দখলদারিত্ব করছে ভিজিটিংকার্ডে তমুক পত্রিকার সম্পাদক ওমুক ক্লাবের বালছিরু সভাপতি। তমুক সংগঠনের বালছিরু নেতা ধান্দাবাজীর কৌশলই এখন সংগঠন আর ক্লাব। নোয়াখালী জেলায় বর্তমানে সময়ে সাংবাদিক পরিচয়ে অপসাংবাদিকদের কাছ থেকে সুশীল সমাজের সাধারণ মানুষ সহ সবাইকে সাবধানের জন্য নোয়াখালী জেলা, চাটখিল উপজেলার মূল পেশাদার সাংবাদিক মহলের প্রতাশা এধরনের অপসাংবাদিকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।