১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার

Sharing is caring!

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। শুক্রবার বেলা আড়াইটার দিকে ফেনসিডিলগুলো জব্দ করেন বিজিবির ৫৯ রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর বিওপির টহল কমান্ডার মো. খোরশেদ আলমের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮২/৮-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপর চকপাড়ায় ফাঁদ পেতে থাকে। বেলা আড়াইটার দিকে ভারতের দিক হতে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশের অভ্যন্তরে টহল দলের ফাঁদ এলাকায় প্রবেশ করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ হতে ১৮৮ বোতল ফেনসিডিল জব্দ করে বিজিবি।

এ ব্যাপারে বিজিবির ৫৯ রহনপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মির্জা মাঝহারুল ইসলাম ফেনসিডিল জব্দের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।