২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

ডিএমপির শ্রেষ্ঠ পুলিশ অফিসার হলেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী ইশা

admin
প্রকাশিত জুন ১৮, ২০২৩
ডিএমপির শ্রেষ্ঠ পুলিশ অফিসার হলেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী ইশা

Sharing is caring!

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ পুলিশ অফিসার হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী শেখ আজমাইন হোসেন ইশা। তিনি ২০১২-১৩ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তিনি ধানমন্ডি মডেল থানার পুলিশের উপ পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।
শনিবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টারে অনুষ্ঠিত মে মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয় ।এসময়ে আজমাইন হোসেন ইশাকে সেরা চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার হিসেবে শ্রেষ্ঠ অফিসার ঘোষণা করে ডিএমপি পুলিশ কমিশনার এডিশনাল আইজিপি খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার) পিপিএম পুরস্কৃত করেন।
এ বিষয়ে ইশা জানান, নিজের কর্তব্যজ্ঞান থেকে কাজ করার চেষ্টা করেছি । ভবিষ্যতে যেন এ ধারা অব্যাহত রাখতে পারি সে জন্য সবাই দোয়া করবেন।
প্রসঙ্গত, প্রতি মাসে ঘটে যাওয়া অপরাধ বিশ্লেষণ, অপরাধ নিয়ন্ত্রণে পরবর্তী কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কিত নির্দেশনার পাশাপাশি মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের কর্মোদ্দীপনা বাড়াতে এ পুরস্কার প্রদান করে থাকেন ডিএমপি কমিশনার।