২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

★★ অপরাধী ★★

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০১৯

Sharing is caring!

——(শোভা রাণী বিশ্বাস)
বাজার থেকে আনলো স্বামী
কি যেন এক যন্ত্র,
তাতে নাকি বাঁধবে ইঁদুর
ছাড়াই কোন মন্ত্র।
খাচ্ছে কেটে দিনে রাতে
কাপড় কিংবা বই,
এত কিছুর খবর রাখার
সাধ্য আমার কই।
চল যাবি চল,পাতি সেথায়
ঘোরে ইদুর মশাই,
বাধবে কিনা একটি বারই
করে দেখি যাচাই।
থমথমে ঘর আলো ছাড়া
অন্ধকারে রেখে,
চুপ করে রই আমরা সবাই
অন্য ঘরে থেকে।
শব্দ শুনে দৌড়ে গেলাম
ইঁদুর বেঁধেছে,
গিয়ে দেখি যন্ত্রে ইদুর
তাকিয়ে রয়েছে।
যন্ত্র থেকে ইঁদুর এনে
রাখলো বেঁধে বস্তায়,
সকাল হলে নিয়ে গিয়ে
ফেলে দেবো রাস্তায়।
সকাল হলে গিয়ে দেখি
বস্তাখানা খালি,
বস্তা কেটে পালিয়ে গেছে
যেথায় ছিলো তালি।।