Sharing is caring!

★★পুনম শাহরীয়ার ঋতু★★
শরৎের প্রথম প্রহরে
তোমার অতৃপ্ত চাওয়ায় কেমন
প্রতিচ্ছবি দেখতে পাই
বাধাহীন মেঘ পালকে,তোমার
অস্তিত্ব খুঁজে পাই।
মেঘপরী,তোমার ডানা মেলা বিকেল
আমার রুদ্রছায়ায় তখন,
তোমার হাসির প্রতিটি আশ্বাসে শিহরিত হই
যানো তো………
মৌনতায় একদিন তোমার সাথে দেখা
সেদিন হয়তো রাত্রী গুলি বিশম বেপরোয়া।
এমন শরতেও তোমাকে খুব করে
হাল্কা বৃষ্টিতে গান শুনিয়ে গেলো।
যানো মেঘপরী,দিন শেষে যখন
তোমার ব্যস্ততম অনুভূতি গুলি,
হামাগুরি দিয়ে ছুটে রুদ্রদ্বীপের সন্ধ্যানে
তখন আমি আনমনা,খুব আনমনা।
এই বুঝি তোমার অস্তিত্ব জুড়ে
কেবলী দিঘল অরন্যের ছায়া।
রচনাকাল
…………………..
১৮ই আগষ্ট০১৯ ইং
শরৎকাল
চারুকলা অনুষদ চত্বর,ঢাবি