Sharing is caring!

মো:হাবিবুর রহমান
বারান্দায় বসিয়া জানালার পাশে
দেখলাম বাগান বিলাশ ফুল,
চিন্তা করে দেখি, আমি জীবনের
বেশী সময় করলাম ভুল।
আর…..
ও দেখলাম সূর্যমূখী, গোলাপ
জবা,কসমস,গাঁদা আর ডালিয়া
ফুলে ভরা সব গাছ, গেছে হেলিয়া।
অন্যের শোভা বিলিয়ে সবাই
নিজে কিছু না,
মানুষ কেন এমন হয় না
শুধু অন্যের কাছে চায়।
নিজের জীবন বিলিয়ে যারা
অন্যের জন্য কিছু করে
তারাই শুধু বেঁচে থাকে
সবার তরে।
নবেম্বর ২০১৮ইং শীত কাল