১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

টাংগাইলে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০১৯
টাংগাইলে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

Sharing is caring!

 

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস উল্টে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে ঐ বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার দুপুর ১২.৫০মিনিটে ঘাটাইলের বানিয়া পাড়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার ওসি মাকছুদুল আলম জানান,টাঙ্গাইল থেকে বাসটি ময়মনসিংহ যাচ্ছিল। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বাসটি বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেল আরোহীকে বাচাতে গিয়ে বাসটি মহাসড়কেই উল্টে যায়।এতে ঘটনাস্থলেই ঐ বাসের একজন যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।