১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এসিল্যান্ড পরিচয়ে লোকজনকে হয়রানির অভিযোগ

প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২২
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এসিল্যান্ড পরিচয়ে লোকজনকে হয়রানির অভিযোগ

Sharing is caring!

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এসিল্যান্ড পরিচয়ে লোকজনকে হয়রানির অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।এ নিয়ে গত ২৮ ডিসেম্বর বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন নিজেই এটি পোস্ট দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন- ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু প্রতারক মোবাইল ফোনে নিজেদের এসিল্যান্ড, বোয়ালখালী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করছে এবং টাকা দাবি করছে। এ ধরনের কোনো ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক এসিল্যান্ড, বোয়ালখালীরর সরকারি নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হলো।একই সঙ্গে এসিল্যান্ডের নামে কেউ টাকা দাবি করলে না দেওয়ার অনুরোধ করা হয় ওই পোস্টে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন জাতীয় সাপ্তাহিক পত্রিকা অভিযোগ কে বলেন, মোবাইল ফোনে এসিল্যান্ড পরিচয়ে হয়রানি ও টাকা দাবির তিন-চারটি অভিযোগ পেয়েছি। বিয়টি আমরা পর্যক্ষেণ করছি। আগামী রোববার এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।