১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিয়ের সময় বউ ভেবেছিল আমি চলচ্চিত্রের বড় নায়ক: জয়

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২২
বিয়ের সময় বউ ভেবেছিল আমি চলচ্চিত্রের বড় নায়ক: জয়

Sharing is caring!

বিয়ের সময় শাহরিয়ার নাজিম জয়ের স্ত্রী ভেবেছিলেন তার স্বামী চলচ্চিত্রের বড় নায়ক, কিন্তু বাস্তবে তো জয় তেমন কোনো নায়ক নন।

তবে উপস্থাপক হিসেবে সুনাম অর্জন করেন জয়।

কিন্তু ওই যে বিয়ের সময় স্ত্রী মনে করেছিলেন- সেই মনে করাটাকে প্রাসঙ্গিকভাবে সামনে আনলেন জয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জয় বলেন, ‘বিয়ের সময় আমার বউ ভেবেছিল আমি নাটক এবং চলচ্চিত্রের বড় নায়ক।

কালের বিবর্তন এ বুঝতে পারল আমি নায়ক না। উপস্থাপক।

সাম্প্রতিক সময়ে এই প্রসঙ্গ তোলার কারণ হলো নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জয়। এটির নাম ‘গুটি’ যেটা সম্ভাবনা তৈরি করেছে তাকে সেই হিট নায়ক হিসেবে হাজির করতে পারে। অন্তত জয়ের স্ত্রীই এমন সম্ভাবনার কথা বলেছেন।

শাহরিয়ার নাজিম জয় আরও লিখেছেন, ‘শঙ্খ দাশগুপ্তের গুটির কিছু দৃশ্য আমার মোবাইলে দেখে অবাক হয়ে বলল গুটি তো সেই লেভেলের হিট হবে। তুমি তো আবারও। ’

জয় বলেন, ‘আমার গুরু ফরিদুর রেজা সাগর ভাই ও বললেন গুটি হিট হবে। তিনি বললেন উপস্থাপনার পাশাপাশি অভিনয় কর। আবারো অভিনয় ফিরব আমি কিন্তু কখনো কল্পনাও করিনি। জানুয়ারির ৫ তারিখ চরকিতে গুটি মুক্তি পাবে। আসলে অভিনয় একটি নেশা। ধীরে ধীরে আমি আবার নেশায় আসক্ত হচ্ছি।