১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

কোহলিকে ‘অপরিণত’ বললেন রাবাদা

admin
প্রকাশিত জুন ১, ২০১৯
কোহলিকে ‘অপরিণত’ বললেন রাবাদা

Sharing is caring!

অনলাইন ডেস্ক :আগানী বুধবার (৫ জুন) বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। তাদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা অবশ্য প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে। তাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে।
তারপর ভারত। তবে আগে থেকেই তাই মাঠের বাইরের খেলা শুরু করে দিল প্রোটিয়ারা।
এবার বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করে বসলেন দক্ষিণ আফ্রিকার এক নম্বর পেসার কাগিসো রাবাদা।
আইপিএলের একটি পুরানো ঘটনা তুলে ধরলেন তিনি। তারপর বিরাট কোহলিকে বলে বসলেন অপরিত।
রাবাদা বললেন, ”দিল্লি-বেঙ্গালুরুর একটি ম্যাচে কোহলি আমার ওভারে চার মারে। তারপর আমার সামনে এসে কিছু একটা বলে। আমি বুঝতে পারিনি। আমিও পাল্টা জবাব দিই। তারপরই ও রাগ দেখাতে শুরু করে। পেশাদার ক্রিকেটে এমন তো হয়েই থাকে। তাতে রাগ দেখানোর মানে তো ও অপরিণত। আমাকে কেউ দুর্বল বললে আমি মেনে নিতে পারি না। উত্তেজিত হয়ে পড়ি। ”
উল্লেখ্য, সেই ওভারের পরের বলটি কোহলির শরীর লক্ষ্য করে করেন রাবাদা। আর সেই ডেলিভারি সামলাতে কোহলিকে কিন্তু হিমশিম খেতে হয়।