২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে ঈদের নামায পড়ে বাড়ী ফেরা হলোনা বৃদ্ধ তসকিনের

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০১৯
গোবিন্দগঞ্জে ঈদের নামায পড়ে বাড়ী ফেরা হলোনা বৃদ্ধ তসকিনের

Sharing is caring!

 

জাহিদুল ইসলামঃ গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদগাহ মাঠের গেটের ছাদ ধ্বসে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।

নিহত তাসকিন (৯৫) গোবিন্দগঞ্জের গোমানীগঞ্জ ইউনিয়ানের শ্রীপুর গ্রামের বাসিন্দা।

১২ আগষ্ট সোমবার সকালে উপজেলার গুমাণীগন্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া ঈদগাহ মাঠে এ দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোঃ তসকিন উদ্দিন ঈদুল আজহার নামাজ ফুলপুকুরিয়া ঈদগাহ মাঠে আদায় শেষে মাঠ থেকে বের হওয়ার সময় হঠাৎ ঈদগাহ মাঠের গেটের ছাদ ধ্বসে তসকিন উদ্দিনের মাথার উপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

নিহত নাতী এ্যাডভোকেট রাশেদ খান মুন মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গুমাণীগন্জ ইউনিয়নের চেয়ারম্যান এস,এম রিপন বিষয়টি নিশ্চিত করে জানান অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় খুশির দিনে ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।