Sharing is caring!

মোঃতারাজুল ইসলাম, নীলফামারীর জেলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নীলফামারীতে ৫১তম মহান জাতীয় বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে দিবসটি উপলক্ষে ৩১ বার তপো ধ্বনির মাধ্যমে এই দিনের সূচনা করা হয়। শীতের কুয়াশায় সকাল ৬টা ৪৪ মিনিটে নীলফামারী পৌর শহরের চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা স্মৃতি অম্লান এর পাদদেশে মহান শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
পরপরে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা পরিষদ, পৌরসভা, ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, জাতীয় সাংবাদিক সংস্থা, প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, এলজিইডি, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য বিভাগ, নীলফামারী জেনারেল হাসপাতাল, জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, জেলা
প্রাথমিক শিক্ষা অফিস, নীলফামারী সরকারি কলেজ, সরকারি হাই স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, চেম্বার অব কমার্স, বিএনপি, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে
পুষ্পমাল্য অর্পণ করেন।
সকালে নীলফামারী বড়মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর
পুলিশ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শারীরিক কসরত পরিদর্শণ করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, অনুরূপভাবে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলা বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।