১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

★★ প্রতিশোধ ★★

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০১৯
★★ প্রতিশোধ ★★

Sharing is caring!

——————শোভা রাণী বিশ্বাস
পিছন থেকে টিকটিকিটা
মারলো জোরে ল্যাং,
হুড়মুড়িয়ে পড়লো হাতি
ভাঙলো দুটি ঠ্যাং।
দৌড়ে এলো ইঁদুর, বাঁদর
আরো এলো সাপ,
টিকটিকিটা কোন ভাবেই
পায় না যেন মাফ।
বিচার নিয়ে গেলো সবাই
সিংহ মামার কাছে,
জানতে চাইলো এর পিছেনে
কারণটা কি আছে?
সমস্যাটা খুবই জটিল
বছর খানেক আগে,
অনেক জোরে হুংকার দেয়
হাতি মশাই রেগে।
ভাইটা আমার ঘুমিয়ে ছিল
ঘরটার ভিতরে,
ঘুমটা তাহার ভেঙ্গে গেল
হাতিটার হুংকারে।
দেখতে গেলো উঁকি মেরে
বাহিরে কি যে হলো,
ধপাস করে পড়ে গিয়ে
পাখির পেটে গেলো।
সেদিন করতে পারিনি ভাইয়ের
মৃত্যুটাকে রোধ,
তাইতো আজি নিলাম এমন
কঠিন প্রতিশোধ।।